শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২০ নভেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ন
শেয়ার

রাজসাক্ষীকে জেরায় প্রসিকিউশন ও ডিফেন্স আইনজীবীর উত্তপ্ত বাক্যবিনিময়


International Crime Tribunal

জুলাই গণ-অভ্যুত্থনের সময় আশুলিয়ায় ছয়জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যার মামলায় জেরা চলাকালে প্রসিকিউশন ও ডিফেন্স আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এই ঘটনা ঘটে।

মামলার অ্যাপ্রুভার (রাজসাক্ষী) ও সাবেক এসআই শেখ আবজালুল হককে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এক প্রশ্নে আবজালুল জানান, তিনি গত বছরের ৫ আগস্ট অনুমতি ছাড়া থানায় অনুপস্থিত ছিলেন এবং ১৫ আগস্ট ফিরে আসেন।

আসামিপক্ষ এএসআই রাজু আহমেদের মৃত্যুর প্রসঙ্গে প্রশ্ন করলে প্রসিকিউটর আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হলে ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে শৃঙ্খলা রক্ষার আহ্বান জানায়। প্রসিকিউশন যুক্তি দেয়, রাজসাক্ষীর জ্ঞান থাকা ঘটনার বিশ্বাসযোগ্যতা যাচাই করা যেতে পারে, তবে আলাদা মামলার বিষয়ে জেরা প্রাসঙ্গিক নয়। ডিফেন্স দাবি করে, সাক্ষী ছিলেন রাজুর স্ত্রীর মামলার তদন্ত কর্মকর্তা; তাই প্রশ্ন প্রাসঙ্গিক।

আসামিপক্ষ ও প্রসিকিউশন উভয়ই একে অপরের ওপর ‘গায়ের জোর’ ও অপ্রাসঙ্গিক আচরণের অভিযোগ তোলে, এমনকি বেআইনি চাপের ইঙ্গিতও আসে। বিচারকরা উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন এবং জেরা প্রক্রিয়ায় অগ্রসর হতে বলেন।

এই মামলায় মোট ১৬ জন আসামি; যাদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন পলাতক। বাকি আসামিদের মধ্যে আছেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাবেক ডিবি পরিদর্শক ও আশুলিয়া থানার কয়েকজন কর্মকর্তা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অনুপস্থিত থাকায় এদিন ট্রাইব্যুনাল-২–এর কার্যক্রম পরিচালনা করেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।