
চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে ।। ছবি: সংগৃহীত
আগামীকাল শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। একই প্রবণতা থাকতে তার পরের দিন শনিবারও। এরপর আবার কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।
এছাড়া আগামীকাল শুক্রবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৩.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩০.৯ ও ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
























