রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ নভেম্বর ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
শেয়ার

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধান উপদেষ্টা


Chief-Adviser-Army-Chief

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের হাতে এই পদক তুলে দেন।

এর আগে, তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা উপলক্ষে বক্তব্য দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা।