রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ নভেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার


yunus

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়— সে জন্য সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা আন্তরিকভাবে প্রশংসার যোগ্য। আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে।

ড. ইউনূস মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসিকতা স্মরণ করে বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসে চিরস্মরণীয়। তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানেও বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করেন।

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা জানান, জাতিসংঘ মিশনে বাংলাদেশের সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সেনা, নৌ ও বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে বলে তিনি জানান।