রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২২ নভেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ ও ভূটান বৈঠক, দুটি সমঝোতা স্মারক সই


Ca Bhutan PM

শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়

সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দু’দেশের সম্পর্ক আরও জোরদার করতে এ সময়ে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যখাতে জনবল বিনিময় ও সহযোগিতা বিষয়ক। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এই দলিল স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

দ্বিতীয় চুক্তিটি টেলিযোগাযোগ ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ বাণিজ্য সংক্রান্ত। ভুটান সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে সম্পাদিত এই স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে সকালে শেরিং টোবগে ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী আগের দিনের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতির খোঁজ নেন।

আনুষ্ঠানিক সংবর্ধনার অংশ হিসেবে তোবগেকে দেওয়া হয় ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান, স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।