রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ নভেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
শেয়ার

নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ


Bangladesh-Government

ফাইল ছবি

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীরা। পে কমিশনকে সময় বেঁধে দেওয়া আলটিমেটামের আগেই এই কর্মসূচি ঠিক করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন।

শনিবার (২২ নভেম্বর) সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে কয়েক ডজন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন অংশগ্রহণকারী একাধিক কর্মচারী নেতা।

এদিকে পে কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন, বর্তমান সরকারই নতুন বেতন কাঠামো কার্যকর করবে। তবে সম্প্রতি তিনি জানান, নির্বাচিত সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এতে ক্ষোভ দেখা দেয় কর্মচারীদের মধ্যে। তারা ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পে কমিশন সূত্র জানায়, সুপারিশ তৈরির কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে কমিশন খসড়া চূড়ান্ত করার কাজ করছে এবং প্রায় ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। এই সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর রিপোর্ট প্রস্তুত আরও এগোবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, প্রথম সভার ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে।