শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ নভেম্বর ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড়’


Cyclone

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর আজ শনিবার একের পর এক আফটার শকের কারণে দেশবাসী আতঙ্কগ্রস্ত। এর মধ্যেই এবার বঙ্গোপসাগরে বড় একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে এবং এটি আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আঘাত হানতে পারে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ২৫-২৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ পাশে) একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যে যে কোনো স্থানে আঘাত হানতে পারে, যা ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘটতে পারে।

facebook-status

মোস্তফা কামাল পলাশ এর ফেসবুক পোষ্ট

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গবেষক কৃষকদের সতর্ক করেছেন যে, জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই শেষ করতে এবং শীতকালীন শাক-সবজি চাষিরা বীজ বোনা ও সেচ দেওয়ার প্রস্তুতি রাখতে।

সমুদ্রগামী জেলেদেরও সতর্ক করা হয়েছে, নভেম্বরের ২৮ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরু হতে পারে। ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার এবং ২৯ নভেম্বরের পরে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন ও টেকনাফের মধ্যে সমুদ্র ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রচণ্ড উত্তাল থাকতে পারে, তাই পর্যটনভিত্তিক ভ্রমণ এ সময় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।