শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার

শেখ হাসিনার লকারে পাওয়া গেলো ৮৩২ ভরি সোনা


Sheikh Hasina

প্রথমবারের মতো শেখ হাসিনার কোনো ব্যাংক লকার উন্মুক্ত করা হলো

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হয় এবং স্বর্ণালংকার জব্দ করা হয়।

আদালতের অনুমতি নিয়ে প্রথমবারের মতো শেখ হাসিনার কোনো ব্যাংক লকার উন্মুক্ত করা হলো।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অবস্থিত শেখ হাসিনার নামে থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করেছিল সিআইসি। কর ফাঁকির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে লকারগুলো সিলগালা করা হয়।

এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় শেখ হাসিনার ১২৮ নম্বর লকারও জব্দ করে সিআইসি।