শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ নভেম্বর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন
শেয়ার

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা


Chief Advisore

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘরপুরে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সরকারি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে অসংখ্য পরিবার গৃহহীন হয়েছে- এ বেদনা আমাদের সবার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে।”

তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৩৫ মিনিটে তাদের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর দেওয়া হয়। আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছাতে শুরুতেই ৩০–৩৫ মিনিট সময় লেগে যায়। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে বিলম্ব হয়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ঠিক কতটি ঘর পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত- তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতি “বড় ধরনের”।