শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ নভেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ


psc

ফাইল ছবি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি, পদসংখ্যা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১,৭৫৫ জনকে, আর নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন ৩৯৫ জন। সব মিলিয়ে নিয়োগ সংখ্যা দাঁড়াচ্ছে ২ হাজার ১৫০ জন।

পরীক্ষার সময়সূচি

প্রিলিমিনারি পরীক্ষা: ৩০ জানুয়ারি ২০২৬

লিখিত পরীক্ষা শুরু: ৯ এপ্রিল ২০২৬

মৌখিক পরীক্ষা শুরু: ১০ আগস্ট ২০২৬

আবেদন প্রক্রিয়া

৫০তম বিসিএসে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত পরিশোধ করা যাবে।

পিএসসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদনকারীকে নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে আবেদন জমা দিতে আহ্বান জানানো হয়।