
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ তারা এখনই পর্যালোচনা করছে। আজ বুধবার (২৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
নাগরিকত্ব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, এমন একটি অনুরোধ ভারতের বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হবে। জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এমন একটি অনুরোধ পেয়েছি, বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেব।”
সম্প্রতি বিচারিক রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার পর, তাঁর দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করেছে বাংলাদেশ সরকার।
বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আদালতের মৃত্যুদণ্ডের পর তাঁকে ফেরানোয় তৎপরতা শুরু হয়েছে, এবং বাংলাদেশ ফেরানো নিশ্চিত করতে ভারতের সহযোগিতা চেয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, এই অনুরোধ “পর্যালোচনা করা হচ্ছে” – অর্থাৎ তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
এদিকে,পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছিলেন, তাঁরা ভারতের জবাব পেতে আশা করছে। যদিও তিনি বলেন, “৭ দিনের মধ্যে উত্তর আসার আশা নেই”।
সূত্র: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া























