শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি


Election Commission

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময়ে অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাত ১২টার পর (২৭ নভেম্বর ০টা) থেকে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা ও পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রবাসীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে সুবিধামত সময়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

ইসি সচিব আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার কারণে পুরো প্রক্রিয়াটি দক্ষভাবে সম্পন্ন করতে আগামী শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং হবে। মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, সমন্বয় প্রয়োজন কি না, ভোটকক্ষ বা জনবল বাড়ানো-কমানো- এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জারি হওয়া অধ্যাদেশের প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। আমাদের অগ্রিম প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, ঢাকায় নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে অনলাইনে সঠিক তথ্য প্রচার ও অপতথ্য প্রতিরোধে একটি ওয়ার্কশপ আয়োজন করেছে টিকটক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরি করার উপায় নিয়ে মতবিনিময় হয়েছে এ কর্মশালায়। আলোচনায় টিকটকের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন।

ইসি জানিয়েছে, নির্বাচন নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে তারা টিকটকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে।