রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ নভেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ: প্রেস সচিব


Press-Secretary-shafiqul

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি ভারত বিবেচনা করছে। তবে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই- এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম লিখেন, জুলাইয়ের ঘটনার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন আদালতের মুখোমুখি হতে হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, ঢাকার ‘কসাই’ হিসেবে পরিচিত কামাল শিগগিরই বিচার এড়াতে পারবেন না এবং তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। হাসিনার দীর্ঘ শাসনামলে সংঘটিত অপরাধ, বিশেষ করে গণহত্যা ও গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে আরও আলোচনায় আসায় কামালের ভূমিকা ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম উল্লেখ করেন, যত অর্থই ব্যয় করা হোক, দায় এড়ানো সম্ভব হবে না। জুলাইয়ের গণহত্যার ভুক্তভোগী ও হাসিনা আমলে মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে জাতি হিসেবে দৃঢ় থাকলে সংশ্লিষ্টদের পক্ষে পরিণতি থেকে পালানো আরও কঠিন হবে।

তিনি শেষে ইঙ্গিত দেন, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে, এরপর পর্যায়ক্রমে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।