রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ নভেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ন
শেয়ার

‘মজলুম থেকে জালিম হইয়েন না’


Asif-mahmud

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সকলকে ফ্যাসিবাদ নিজের ঘাড়ে চাপতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “মজলুম থেকে জালিম হইয়েন না, ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না।”

পোস্টটিতে তিনি সরাসরি কোনো প্রেক্ষাপট উল্লেখ না করলেও, নেটিজেনদের অনেকে মনে করছেন- সম্প্রতি বাউল শিল্পীদের ওপর হামলা এবং রাজধানীতে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলার ঘটনাকে কেন্দ্র করেই উপদেষ্টা এই বার্তা দিয়েছেন।

তার সংক্ষিপ্ত পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য বিভাগে সাম্প্রতিক সহিংসতা ও অসহনশীলতার ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।