শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার

বিকৃত তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব


 

Press Secretary

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিকৃত তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার পুরোনো কৌশল এখন আর কাজ করে না। সাধারণ মানুষ এখন এসব ‘স্বঘোষিত বিশেষজ্ঞ’ ও তাদের অযৌক্তিক বিশ্লেষণ প্রচারকারী মাধ্যমগুলোর প্রতি বিরক্ত হয়ে পড়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেন, এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাচিসন ও পিএসএ–এর মতো শীর্ষ অপারেটররা বিশ্বজুড়ে ৫০০–এরও বেশি বন্দর টার্মিনাল সফলভাবে পরিচালনা করছে। এসব কোম্পানির অর্জনই তাদের দক্ষতা ও আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের স্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, বিপুল অভিজ্ঞতা ও সফলতার পরও কিছু রাজনৈতিক মহল এবং গণমাধ্যমের একটি অংশ ডিপি ওয়ার্ল্ড ও জিবুতির মধ্যকার তুলনামূলক ছোট একটি আইনি বিরোধকে ইস্যু করে নেতিবাচক প্রচারণা ছড়াচ্ছে। শফিকুল আলম মনে করেন, বাস্তবতা স্বীকার না করলে এমন প্রচার ও রাজনীতি খুব শিগগিরই অপ্রাসঙ্গিক হয়ে যাবে।