শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৯ নভেম্বর ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
শেয়ার

উন্নত চিকিৎসার জন্য আবারও লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে


khaleda-zia

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারও লন্ডন নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুখপাত্র মাহদী আমিন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিএনপি মুখপাত্র জানান, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে, তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। এই বছরেই লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও, বেগম খালেদা জিয়ার চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। অনেকেই হয়তো জানেন না, ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, দেশ-বিদেশে সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।’

সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে।