শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি


Khaleda zia PAk PM

বার্তায় শেহবাজ শরীফ লেখেন, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

বার্তায় শেহবাজ শরীফ লেখেন, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি জানান, পাকিস্তানের জনগণ ও সরকারের পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকেও খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে তাঁর অবদান সবসময়ই বিশেষভাবে স্বীকৃত। একই সঙ্গে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরও মজবুত করতে খালেদা জিয়ার ভূমিকা তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

চিঠির শেষে শেহবাজ শরীফ আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে দল ও জাতির কাছে আবারও শক্তি এবং নেতৃত্বের উৎস হিসেবে ফিরে আসবেন—এটাই তাঁর প্রত্যাশা। তিনি খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভেচ্ছা জানান।