মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে তার আইনজীবীরা সাক্ষাৎ করেছেন।
শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে তাদের সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ও অ্যাডভোকেট আসাদ উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় নিজামী ট্রাইব্যুনালের ফাঁসির দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
























