রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১১ ডিসেম্বর ২০১৪, ২:৩৭ অপরাহ্ন
শেয়ার

বাবাকে হত্যা করা হয়েছে : কাদের মোল্লার ছেলে


hasan-jamil

ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে হাসান জামিল বলেছেন, ‘যথেষ্ট আইনি সুযোগ না দিয়ে এ সরকার ফাঁসি কার্যকরের নামে আমার বাবাকে হত্যা করেছে।’

বৃহস্পতিবার দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসান জামিল বলেন, ‘আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগে জানতেই পারলেন না সংবিধান অনুযায়ী রিভিউ করার অধিকার ছিল কি না।’

তিনি বলেন, ‘আমার বাবাকে হত্যার ৩৪৮ দিন পর আপিল বিভাগ থেকে দায়ের করা রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই রায়ে রিভিউ মেইনটেইনেবল বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন। অথচ বাবা তা জেনে যেতে পারলেন না।’

সংবাদ সম্মেলনে কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান, সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।