কোরিয়ার প্রথম এবং একমাত্র অনলাইন পত্রিকা বাংলা টেলিগ্রাফের ১ বছর পুর্তি উপলক্ষে পাঠক সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩১শে মার্চ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। পাঠক সমাবেশ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিন্মে দেওয়া হল।
সময় ও তারিখঃ ৩১ মার্চ, ২০১৩ (রোববার) বিকাল ৩টা থেকে ৭টা।
স্থানঃ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। (ঠিকানা বিস্তারিত রেজিস্ট্রেশনের পর জানিয়ে দেওয়া হবে)
সময়সুচি:
বিকাল ৩টাঃ রেজিস্ট্রেশন ও নিজেদের মধ্যে পরিচিত
৩টা ৩০: আনুষ্টানিক উদ্ভোধন
৩টা ৪০: বাংলা টেলিগ্রাফের ১ বছর
৩টা ৫০: আলোচনাঃ বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক
৪টা ১০: আলোচনাঃ কোরিয়া এবং কোরিয়ার সংস্কৃতি
৪টা ৩০: বিরতি
৪টা ৪০: কেমন কাটছে কোরিয়ার জীবন (কোরিয়াতে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা বিনিময়)
৫টা ১০: ইপিএসের সুযোগ-সুবিধা নিয়ে মুক্ত আলোচনা
৫টা ৩০: বাংলা টেলিগ্রাফের কাছে পাঠকের প্রত্যাশা
৫টা ৪৫: আলোচনাঃ বাংলা টেলিগ্রাফের ভবিষ্যত
৬টা ১০: সমাপ্তি এবং গ্রুপ ছবি
৬টা ২০: সান্ধ্যভোজন
৭টাঃ বিদায়
রেজিস্ট্রেশন সংক্রান্ত:
অনুষ্টানে অংশগ্রহণ প্রসংগে:
নিন্মোক্ত তিনটি বিষয়ে যেকোন পাঠক কথা বলার সুযোগ পাবেন। এসব বিষয়ে আলোচনা করতে চাইলে জানিয়ে দিন এই নাম্বারে ০১০-৫৮০৪-১১০১।
– কেমন কাটছে কোরিয়ার জীবন (কোরিয়াতে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা বিনিময়)
– ইপিএসের সুযোগ-সুবিধা নিয়ে মুক্ত আলোচনা
– বাংলা টেলিগ্রাফের কাছে পাঠকের প্রত্যাশা























