রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৫ অক্টোবর ২০১৫, ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার

ভিসা লাগবে না অফিসিয়াল পাসপোর্টধারীদের


Malaysiaকূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের এখন থেকে মালয়েশিয়া ভ্রমণের জন্যে ঢাকা থেকে আর ভিসা নেওয়ার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে কুয়ালালামপুরের ঢাকা দূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাসের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার(১৫ অক্টোবর) থেকে এই চুক্তিটি কার্যকর হচ্ছে। এর ফলে মালয়েশিয়ার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদেরও বাংলাদেশে আসতে কোনো ভিসার প্রয়োজন হবে না। এয়ারপোর্ট থেকেই তারা বিশেষ ট্রাভেল পাস পাবেন।

তিনি আরও জানান, গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর সফরকালে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় পর্যায়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ১৫ অক্টোবর থেকে চুক্তিটি কার্যকর হলো।

কুয়ালালামপুরে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ফোনে বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হওয়ার পথে এটি আরও একটি পদক্ষেপ।