শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ জুলাই ২০১৩, ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ আইন


PYH2013070108330034100_P2
ছবি সংবাদঃ আজ থেকে কোন অফিস, শপিং মলের তাপমাত্রা ২৬ ডিগ্রীর নিচে রাখা যাবেনা। বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ করতে কোরিয়ান সরকার এই নিয়ন্ত্রনারোপ করেছে। ছবিতে একজন সরকারী কর্মকর্তাকে একটি শপিংমল ভিসিট করতে দেখা যাচ্ছে। তাপমাত্রা নিয়ন্ত্রণের আইন ভংগ করলে ৩ মিলিয়ন উওন পর্যন্ত জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। (ছবিঃ ইউনহাপ ১ জুলাই ২০১৩)