অনলাইন প্রতিবেদক, ২০ জুলাই ২০১৩:
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১০ জনের একটি প্রতিনিধি দল কোরিয়া আসছেন আগামী বুধবার। ডিসিসিআই প্রেসিডেন্ট সবুর খানের নেতৃত্বে এই প্রতিনিধি দল জাপান সফর শেষে কোরিয়া আসবেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাব্যতা যাছাই করাই এই সফরের মূল লক্ষ্য। প্রতিনিধি দল কোরিয়া চেম্বার অব কমার্স, কোরিয়া ট্রেড এন্ড প্রমোশন এজেন্সি, কোরিয়ার ছোট এবং মাঝারি শিল্প মালিক এবং কোরিয়াস্থ বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। তিন দিনের এই সংক্ষিপ্ত সফর শেষে ২৭ জুলাই দেশে ফিরবেন প্রতিনিধি দল।



























