রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৫ নভেম্বর ২০১৩, ৫:০৯ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ার মাথাপিছু আয় এইবছর ২৪ হাজার ডলার ছাড়িয়ে যাবে


অনলাইন প্রতিবেদক, ২৫ নভেম্বর ২০১৩:

কোরিয়ার মাথাপিছু আয় এইবছর ২৪ হাজার ডলার ছাড়িয়ে যাবে। কোরিয়ান প্রধান বার্তা সংস্থা ইউনহাপ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের বরাত দিয়ে এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

imagesরিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই বছরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার জনগণের আনুমানিক বাৎসরিক মাথাপিছু আয় দাঁড়াবে ২৪,৪৪৪ মার্কিন ডলার। এটাই হবে কোরিয়ার সর্বোচ্চ মাথাপিছু আয়। ২০০৭ সালে প্রথমবারের মত কোরিয়ার মাথাপিছু আয় ২০হাজার ডলার ছাড়িয়ে যায়। পরবর্তীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাবে মাথাপিছু আয় কমে ২০হাজার ডলারের নিচে নেমে যায়।