সোহেল রেদোয়ান
পেটতো বুঝে না হরতাল আর অবরোধ
বেলা হলে খাবার চায় গড়ে’তোলে প্রতিরোধ,
আজ ও বাজার হয়নি, উননে বসেনি হাড়ি
গরিবের সাথি র্নিঘুম রাত, কষ্ট-আহাজারি।
ছোট বোনটাও অবিক্রিত ফুল নিয়ে- ফিরেছে ঘরে
সঞ্চিত সম্বল’টুকু তার সব যাবে কি জলে ?
অসুস্থ মায়ের – ঔষধ হয়নি কেনা
মুখের উপর না বলেছে, হয়েছে অনেক দেনা।
কাঁদিস নারে বোন, কাঁদিস নারে মা
আর একটু সবুর কর, রাতটুকু’তো ঘুমা।
পরদিন ভাই খালি হাতে নয়- করেছে বাজার সদা্ই
সারাদিন শেষে ফিরতে সন্ধা হয়েছে তা্ই ,
ইচ্ছে ছিল মায়ের খুশি, বোনের আনন্দ দেখবে দুচোখ ভরে
দেখা হল না, হঠাৎ বোমার আঘাতে প্রাণ পাখি গেল উড়ে।























