১৭ ডিসেম্বর ২০১৩, সিউল:
বিশ্বের সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করেছে বাংলাদেশ। শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২৭ হাজার ১১৭ জন গতকাল বিজয় দিবসে লাল ও সবুজ বোর্ড মাথার ওপর তুলে ধরে এ পতাকা তৈরি করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ‘লাল-সবুজের বিশ্বজয়’ শিরোনামে এ আয়োজনের উদ্যোক্তা সেলফোন অপারেটর রবি আজিয়াটা।
সশস্ত্র বাহিনীর আট হাজার সদস্যের সহযোগিতায় প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এ মানবপতাকা তৈরি হয় গতকাল সকাল সাড়ে ১০টায়। স্বেচ্ছাসেবীদের অধিকাংশই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিল গিনেসের অনুমোদিত একটি নিরীক্ষা দল। আয়োজকদের সূত্রে জানা গেছে, সব নিয়ম মেনে সুষ্ঠুভাবে মানবপতাকা তৈরির প্রমাণ হিসেবে তথ্য ও ছবি পাঠাবে দায়িত্বপ্রাপ্ত নিরক্ষকরা। পরে এসব যাচাই করে নতুন রেকর্ডের ঘোষণা দেবে গিনেস কর্তৃপক্ষ।
গিনেসের নিয়ম অনুযায়ী, ৫ মিনিট ধরে এগুলো তুলে রাখতে হয়। এছাড়া পতাকার মূল অংশে অন্য কোনো রঙের উপস্থিতি যাতে না থাকে, সে বিষয়েও বাধ্যবাধকতা রয়েছে। পতাকাটি তৈরির জন্য প্যারেড গ্রাউন্ডে সাদা চুন দিয়ে নির্দিষ্ট মাপের ৩০ হাজার ছোট ঘর করে দাগ দেয়া হয়। নির্দিষ্ট রঙের প্লাকার্ড নিয়ে প্রতিটি ঘরে একজন করে দাঁড়ায়। মানবপতাকা তৈরিতে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর স্বেচ্ছাসেবীরা মূলত পতাকার লাল অংশটুকু তৈরি করে। আর পতাকার সবুজ অংশ তৈরি করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
মূল আয়োজনের আগে কয়েক দফা মহড়া অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১টা ৩৬ মিনিটে শুরু হয় রেকর্ড গড়ার মূল চেষ্টা। সময় গণনা শুরু হলে অংশগ্রহণকারীরা তাদের হাতে থাকা বোর্ডগুলো মাথার ওপর তুলে ধরে। এ সময় মঞ্চ থেকে বাজানো হয় দেশাত্মবোধক গান। ৬ মিনিট ১৬ সেকেন্ড এগুলো ধরে রাখার পর নামিয়ে ফেলার ঘোষণা দেন এ কার্যক্রমের সমন্বয়ক। এ সময়ের মধ্যে হেলিকপ্টার থেকে পতাকার ছবি নেয়া হয়। এরপর পতাকা তৈরিতে অংশগ্রহণকারীর সংখ্যার আনুষ্ঠানিক ঘোষণা দেন গিনেসের প্রতিনিধি।
সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরিতে আগের গিনেস রেকর্ডটি ছিল পাকিস্তানের। গত বছর অক্টোবরে লাহোর হকি স্টেডিয়ামে প্রায় ২৪ হাজার ২০০ জন পাকিস্তানি রেকর্ডটির অংশ হয়েছিল। ২০০৭ সালে হংকংয়ের ২১ হাজার ৭২৬ জন মানুষের তৈরি মানবপতাকার রেকর্ড ভাঙে পাকিস্তানিরা। এছাড়া গিনেস রেকর্ডের বাইরে সবচেয়ে বড় মানবপতাকা তৈরির রেকর্ডটি ছিল রাশিয়ার। চলতি বছরের জুলাইয়ে ২৬ হাজার ৯০৪ জনের মানবপতাকা তৈরি করে রাশিয়ার ভ্লাদিভস্টকের অধিবাসী। এটিকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও রবির প্রধান অর্থ কর্মকর্তা মাহতাব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, আইয়ুব বাচ্চু, মেহরীন প্রমুখ। সূত্রঃ বণিকবার্তা।























