শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ ডিসেম্বর ২০১৩, ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার

শ্রীমঙ্গলে চালু হলো দেশের বৃহৎ টি রিসোর্ট ও গলফ


সিউল, ২৭ ডিসেম্বর ২০১৩:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হলো দেশের সবচেয়ে বড় পাঁচ তারকা মানের অবকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। নিজস্ব অর্থায়নে অবকাশ কেন্দ্রটি নির্মাণ করেছে এক্সকারশন অ্যান্ড রিসোর্টস বাংলাদেশ লিমিটেড। বুধবার রাতে অবকাশ কেন্দ্রটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
Tea-Resort-5
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, দুই লাখ বর্গফুট জায়গার ওপর গড়ে তোলা নয় তলা ভবনে রয়েছে ১৪৫টি কক্ষ, এর মধ্যে ৪৫টি কিং সাইজ আর ৪৩টি কুইন সাইজ। একটি নাইন হোল গলফ কোর্স ছাড়াও এখানে রয়েছে লন টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জোন। রিসোর্টটিতে অ্যামিবা আকৃতির বিশাল সুইমিংপুলসহ সুনিয়ন্ত্রিত তাপমাত্রার সর্বমোট তিনটি সুইমিংপুল আছে। এখানে আরো আছে থ্রিডি থিয়েটার, যেখানে ৪৪ জন একসঙ্গে বসে সিনেমা উপভোগ করতে পারবে। এছাড়া প্রথমবারের মতো সংযোজিত হয়েছে সুবিশাল পাঠাগার।

রিসোর্টে ১ হাজার ২০০ জনের স্থান সংকুলান সুবিধাসমৃদ্ধ ‘রোশনি মহল’ ও ৭৫০ জনের সংকুলান সুবিধাসমৃদ্ধ ‘নওমি মঞ্জিল’ নামের দুটি ব্যাংকোয়েট হল আছে। এছাড়া রয়েছে ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামের ৩৩০ আসনবিশিষ্ট পাঁচ তারকা মানের রেস্টুরেন্ট। রিসোর্টে তিনটি বিশালাকৃতির দৃষ্টিনন্দন রুচিশীল মিটিং কক্ষ, অত্যাধুনিক সুসজ্জিত জিমনেসিয়ামসহ রয়েছে স্পা, সনা, জ্যাকুজি ও ম্যাসেজ পার্লারের ব্যবস্থা। সবমিলিয়ে ১৩ দশমিক ৬ একর জায়গায় গড়ে উঠেছে রিসোর্টটি।

তবে সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাপনায় কেন্দ্রটি পরিচালিত হওয়ায় এর মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে রিসোর্টটির বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী ম্যানেজার ডাল্টন জহির বলেন, ‘আমরাই প্রথমবারের মতো দেশীয় ব্যবস্থাপনায় অবকাশ কেন্দ্র পরিচালন করছি। সেবার ওপরই নির্ভর করবে এটি কোন মানের।’