সিউল, ১৬ জানুয়ারি ২০১৪:
স্থানীয় সরকারের শাসন ও মৌলিক সেবা উন্নত করার লক্ষ্যে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪১০ মিলিয়ন ডলার বা ৩২৮ কোটি টাকা দেবে। ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, এমন ২৬টি পৌরসভাকে শক্তিশালী করা এই প্রকল্পের লক্ষ্য।
বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেটসহ ১৬টি জেলায় অবস্থিত এসব পৌরসভার ৩৪ লাখ মানুষ এতে উপকৃত হবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বেশ দ্রুত নগরায়ণ হয়েছে। বিভিন্ন জেলায় অবকাঠামো যেমন বেশ দুর্বল, তেমনি স্থানীয় সরকারের সক্ষমতা ও সেবাব্যবস্থাও শক্তিশালী নয়।
এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংক বলছে, শহরে পরিণত হচ্ছে এমন এলাকাগুলোর শাসনব্যবস্থার উন্নয়ন ও সেবার উন্নতিতে এই প্রকল্প কাজ করবে।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে যাতে দ্রুত নানা সেবা দেয়া সম্ভব হয়, সে লক্ষ্যেও এই প্রকল্প কাজ করবে।
বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের নগরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৮০ সালে ছিল ১৫ শতাংশ, যা ২০১০ সালে এসে দাঁড়িয়েছে ২৮ শতাংশে।
পৌরসভাগুলো অর্থনৈতিক উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বাংলাদেশের পৌরসভাগুলো নানান সংকটে নিমজ্জিত। এর মধ্যে রয়েছে স্বল্প অর্থায়নের সমস্যা, দুর্বল শাসনব্যবস্থা ও অপর্যাপ্ত পরিষেবা প্রদান কাঠামো।
স্থানীয় চাহিদার কথা বিবেচনায় রেখে এই প্রকল্পের আওতায় রাস্তাঘাট নির্মাণ, পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা, বাজার, বাস টার্মিনাল এবং পৌর সেবাকেন্দ্র নির্মাণ করা হবে। সূত্র: বিবিসি।























