এশিয়ান গেমসে এ যাবতকালে বাংলাদেশের একমাত্র সোনাটি এসেছিল ক্রিকেটের হাত ধরেই। ২০১০ সালে এশীয় ক্রীড়ার সর্ববৃহৎ সম্মেলনটিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানকে পরাজিত করে সোনা জিতেছিলেন মোহাম্মদ আশরাফুলরা। আর পাকিস্তানের কাছে হেরে রূপা নিয়ে দেশে ফিরেছিল মেয়েরা।
গত চার বছরে বাংলাদেশ ক্রিকেটে অনেক জল গড়িয়েছে, ম্যাচ গড়াপেটার অভিযোগ মাথায় নিয়ে আজীবনের জন্য ক্রিকেট মাঠে নিষিদ্ধ হয়ে গেছেন আশরাফুল। আসন্ন ইনচন এশিয়াডের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন গত আসরের ৪ জনঃ নাসির হোসেন, মিথুন আলী, শুভাগত হোম ও শামসুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া মুশফিকুর রহীমকে বাদ দিলে প্রায় পূর্ণশক্তির জাতীয় দলই যাচ্ছে গত আসরের সাফল্য ধরে রাখতে। ওদিকে টি২০ বিশ্বকাপের পর লম্বা বিরতি কাটিয়ে এশিয়ান গেমস দিয়ে মাঠে ফিরবে প্রমীলা দল।
পুরুষ স্কোয়াড:
তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মিথুন আলী, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
প্রমীলা স্কোয়াড:
রুমানা আহমেদ, শায়লা শারমিন, লতা মণ্ডল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোহেলি আক্তার ও শাহনাজ পারভীন।
পুরুষ বিভাগে অংশ নেবে আফগানিস্তান, বাংলাদেশ, চীন, হংকং, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও স্বাগতিক দ. কোরিয়া। নারী বিভাগে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার সাথে থাকছে বাংলাদেশ, চীন, হংকং, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলংকা ও থাইল্যান্ড।






























