শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩১ জুলাই ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

নিম্ন কক্ষপথে পৌঁছাল চীনের ইন্টারনেট স্যাটেলাইট


নিম্ন কক্ষপথে পৌঁছাল চীনের ইন্টারনেট স্যাটেলাইট

দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ স্থান থেকে পৃথিবীর নিম্ন কক্ষপথে একটি স্যাটেলাইট গ্রুপ পাঠিয়েছে চীন।

বুধবার (৩০ জুলাই) এ স্যাটেলাইট গ্রুপটি উৎক্ষেপণ করা হয়। এটি ছিল চীনের এই ধরণের ষষ্ঠ স্যাটেলাইট গ্রুপ। এই উপগ্রহগুলো ইন্টারনেট সংযোগের একটি নেটওয়ার্ক তৈরি করবে।

একটি লং মার্চ-৮এ রকেট ব্যবহার করে দুপুর ৩টা ৪৯ মিনিটে উপগ্রহগুলো মহাকাশে পাঠানো হয় এবং সেগুলো সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে।

এই উৎক্ষেপণটি লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৫৮৬তম মিশন।