
পৃথিবীতে সবচেয়ে বেশি জেনারেটিভ এআই ব্যবহারকারী চীনে। সংখ্যাটি ৬০ কোটি। ২০২৪ সালের শেষে চীনে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেবার নিবন্ধিত ব্যবহারকারী ৬০ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশজুড়ে ৩০২টি জেনারেটিভ এআই সেবা আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন করেছে, যার মধ্যে ২৩৮টি নতুন সেবা ওই বছরেই যুক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চীনের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বড় মডেলভিত্তিক এআই অ্যাপ্লিকেশনে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটির বেশি।
এই প্রযুক্তি অডিওভিজুয়াল বিনোদন, সাংস্কৃতিক সৃজনশীলতা, চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন খাতে বিস্তৃতভাবে ব্যবহৃত হচ্ছে।
২০২৪ সালে চীনের কোর এআই শিল্পের বাজারমূল্য ৬০০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এই খাত এখন চিপ, অ্যালগরিদম, প্ল্যাটফর্ম থেকে শুরু করে অ্যাপ্লিকেশন পর্যন্ত সম্পূর্ণ শিল্পচক্রকে অন্তর্ভুক্ত করছে।





























