শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১০ অগাস্ট ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

১৪৬ দিন পর মহাকাশ স্টেশন থেকে ৪ নভোচারী ফিরছেন পৃথিবীতে


Novochari

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় পাঁচ মাস থাকার পর চার নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। শনিবার স্পেসএক্স ক্যাপসুলে করে তারা নিরাপদে পৃথিবীতে অবতরণ করেন।

মহাকাশচারীরা হলেন- মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ান মহাকাশচারী কিরিল পেসকভ। তাদের বহনকারী মহাকাশযানটি স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৪৪ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে।

এর আগে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে প্রবল গতিতে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রবেশ এবং বিশাল প্যারাসুট খোলার মাধ্যমে গতি কমিয়ে নরমভাবে সমুদ্রপৃষ্ঠে অবতরণ করেন তারা। এই অবতরণে মোট সময় লাগে প্রায় ১৮ ঘণ্টা।

ক্রু ১০ নামে পরিচিত এই দল মহাকাশে অবস্থানকালে বহু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন, যার মধ্যে উদ্ভিদের বৃদ্ধি এবং মাধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা ছিল। নাসা জানিয়েছে, তারা ১৪৬ দিনের মিশনের সময় আইএসএসের মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে পরিচালিত “গুরুত্বপূর্ণ এবং সময়-সংবেদনশীল গবেষণা” নিয়ে পৃথিবীতে ফিরে আসছেন। মহাকাশচারীদের করণীয় তালিকায় ২০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ছিল।

তাদের পৃথিবীতে ফিরে আসার মধ্য দিয়ে নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অধীনে মহাকাশ স্টেশনে দশম ক্রু রোটেশন মিশনের সমাপ্তি ঘোষণা করেছেন। নাসার মতে, যখন এই ক্যাপসুলগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে, তখন তা এক হাজার ৯২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়। ক্যাপসুলটি পৃথিবীর কাছাকাছি পৌঁছালে এর গতি প্রতি ঘন্টায় ২৮ হাজার ১০০ কিলোমিটার থেকে প্যারাসুট খুলে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টায় নামিয়ে আনে।