শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১২ অগাস্ট ২০২৫, ১:০৪ অপরাহ্ন
শেয়ার

এবার গান শোনাবে রোবট ব্যান্ড


Robot Band 1

প্রযুক্তি ও শিল্পের এ যেন এক অসাধারণ সংমিশ্রণ। চীনের এক প্রযুক্তি কোম্পানি এবার তৈরি করেছে অভিনব এক রোবট ব্যান্ড। যে ব্যান্ডদলের কীবোর্ড, লিড গিটার, ড্রাম ও বেইস, এবং রিদম গিটার বাদক—এই পাঁচ সদস্য সবাই রোবট।

আসছে বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হবে বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। সেই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো দর্শকের সামনে নিজেদের পরিবেশনা তুলে ধরবে এই রোবট ব্যান্ডদল।

Robot Band 2

রোবটদের নেই নোটেশন বইয়ের প্রয়োজন, নেই ভুলচুকের আশঙ্কা। একক ও দলীয়, দুই পরিবেশনাই হবে স্বয়ংক্রিয়। তাদের সবার জন্য রয়েছে একটি যৌথ কম্পিউটিং ‘মগজ’ যা রিয়েল-টাইমে সংগীতের নোট বিশ্লেষণ করে।

আর এর সবকিছুই সম্পন্ন হয় স্বয়ংক্রিয় নির্দেশনার মাধ্যমে। তিন মিনিটের একটি গানের জন্য রোবটের ভেতর প্রায় এক হাজারের বেশি নির্দেশনা প্রক্রিয়াকরণ হয়।

Robot Band 3

ভবিষ্যতে এই রোবটগুলোকে আরও মানবসদৃশ করে তুলতে চায় এর নির্মাতারা। এতে করে তারা অন্যদের গান শেখানোর ক্ষেত্রেও উপযুক্ত হয়ে উঠবে। আশা করা হচ্ছে পরবর্তী ধাপে রোবটদের আরও মানবসদৃশ বাহু তৈরি করাও সম্ভব হবে, যা তাদের দ্রুত ও ইন্টারঅ্যাকটিভ বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে সাহায্য করবে।

Robot Band 4

পাশাপাশি প্রতিটি রোবটকে এআই সংলাপের ক্ষমতা দেওয়া হবে। যেন গানের পাশাপাশি তারা সরাসরি মানুষের সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারে।