
চার পায়ের রোবট ‘হোয়াইট রাইনো’ ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছে মাত্র ১৬.৩৩ সেকেন্ডে। আর এর মাধ্যমে- হোয়াইট রাইনো জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ১০০ মিটার স্প্রিন্টে কোনো রোবটের এটাই সবচেয়ে কম সময়।
এর আগে দক্ষিণ কোরিয়ার ‘হাউন্ড’ রোবটের রেকর্ড ছিল ১৯.৮৭ সেকেন্ড। মানুষের ক্ষেত্রে ১০০ মিটারের বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ড, যা ২০০৯ সালে বার্লিনে করেছিলেন উসাইন বোল্ট।
হোয়াইট রাইনোর নির্মাতা চীনের চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্স-মেকানিক্স, স্কুল অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, এবং হাংচৌ গ্লোবাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন সেন্টার।
হোয়াইট রাইনোর মূল প্রযুক্তি হলো ‘রোবট ফরওয়ার্ড ডিজাইন’, যেখানে আগে থেকেই প্রতিটি জয়েন্ট ও অ্যাকচুয়েটরের গতিবিদ্যা সিমুলেশন করে কার্যকর নকশা নির্ধারণ করা হয় এবং সমন্বয় করা হয় রোবটের গঠন, মোটরের ক্ষমতা ও গিয়ার সিস্টেমে।
এর জন্য চীনা বিশ্ববিদ্যালয়টি নিজস্বভাবে তৈরি করেছে উচ্চক্ষমতার জয়েন্ট অ্যাকচুয়েটর, যা বেশি টর্ক ও দ্রুত সাড়া দিতে সক্ষম। সেইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রিইনফোর্সমেন্ট লার্নিং কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে এর গতিশীল নিয়ন্ত্রণ ব্যবস্থা।
দলের সদস্য ড. ছেং শাওওয়েন বলেন, রোবটটি ১০০ কেজি পর্যন্ত ভার নিতে পারে। ভবিষ্যতে এটি দুর্যোগে উদ্ধার, চরম পরিবেশে পণ্য পরিবহনসহ নানা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।





























