শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৫ অগাস্ট ২০২৫, ৫:২২ অপরাহ্ন
শেয়ার

বেইজিংয়ে শুরু হয়েছে হিউম্যানয়েড রোবট গেমস


robot games

বেইজিংয়ে শুরু হয়েছে ২০২৫ সালের বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। যেখানে মানবাকৃতি রোবটের বুদ্ধিমত্তার সর্বাধুনিক অগ্রগতি প্রদর্শিত হচ্ছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালিসহ ১৬টি দেশ থেকে ২৮০টি দল শুক্রবার থেকে রোববার পর্যন্ত ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে ২৬টি ইভেন্টে অংশ নেবে। ইভেন্টগুলোর মধ্যে থাকবে দৌড়, লং জাম্প, ফ্রি এক্সারসাইজ ও নানা ক্রীড়া চ্যালেঞ্জের পাশাপাশি দক্ষতা নির্ভর কাজ।

robot games 3

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পরিকল্পনা ও নকশায় ‘রোবট শো’ উদ্বোধনী অনুষ্ঠানে চমক সৃষ্টি করেছে। রোবটকে প্রধান চরিত্র হিসেবে তুলে ধরার এই প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন সিএমজি বিভাগের জ্ঞান ও প্রচেষ্টা একত্রিত হয়েছে।

robot games 2

‘আইডিয়া + আর্ট + টেকনোলজি’ ধারণাকে সামনে রেখে, এতে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির অপেরা ও মার্শাল আর্টের উপাদানগুলোও রোবট প্রযুক্তির সঙ্গে রাখা হয়েছে।