শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৩ অগাস্ট ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
শেয়ার

এবার জাহাজ পরিষ্কার করবে রোবট


Robot Ship 2

চীনা প্রকৌশলীরা এবার তৈরি করলেন এমন এক রোবট, যার কাজ হবে জাহাজের কেবিন পরিষ্কার করা। বাল্ক ক্যারিয়ার জাহাজ পরিষ্কারকে দ্রুত, নিরাপদ ও কার্যকর করে তুলতে এর জুড়ি নেই।

এতদিন যে কাজ ছিল শ্রমনির্ভর ও ঝুঁকিপূর্ণ, সেটিই এখন আধুনিক প্রযুক্তির কারণে হয়ে গেছে সহজ ও দ্রুত।

বাল্ক ক্যারিয়ার জাহাজ সাধারণত কয়লা, শস্য, লোহা আকরিক থেকে শুরু করে সারও বহন করে থাকে। কার্গো পরিবর্তনের সময় জাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করতেই হয়। তা না হলে এক পণ্য থেকে আরেক পণ্যে ছড়াতে পারে দূষণ। এতদিন এ কাজ মানুষই করতো—যা সময়সাপেক্ষ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণও ছিল।

পরীক্ষামূলকভাবে ২২০ মিটার লম্বা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজের সাতটি কার্গো হোল্ড পরিষ্কার করা হলো নতুন আবিষ্কৃত রোবটের মাধ্যমে। কার্গো হোল্ডগুলোর প্রত্যেকটি প্রায় ৩,৩০০ বর্গমিটার করে।

রোবটটি চীনের নিজস্ব গবেষণা ও উন্নয়নের ফল। এতে রয়েছে রিমোট কন্ট্রোল, স্থায়ী চুম্বক প্রযুক্তি, বাঁকা পৃষ্ঠে চলাচলের সক্ষমতা এবং হাই-লো প্রেসার ওয়াটার জেট সিস্টেম। এসব দিয়ে এটি সহজেই জাহাজের ভেতরকার জটিল কাঠামোয় পরিষ্কারের কাজ চালাতে পারে।

আগে এ জাহাজ পরিষ্কারে ৩ থেকে ৫ জন কর্মীর টানা ৩-৪ দিন লাগত। এর মধ্যে ছিল বিপজ্জনক উচ্চতায় কাজ করার ঝুঁকি। এখন ১-২ জন কর্মীর তত্ত্বাবধানে রোবটই পুরো কাজ করে ফেলছে।

এ রোবটে স্মার্ট নেভিগেশন ও রিয়েল-টাইম পথ নির্ধারণ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে চীনা প্রকৌশলীদের। তখন এটি স্বয়ংক্রিয়ভাবে পথ বদলে জাহাজের ভেতর আরও জটিল কাঠামোয় কাজ করতে পারবে।

সূত্র: সিএমজি