শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৫ অগাস্ট ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার

মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর অসাধারণ দৃশ্যধারণ


Earth photo from space

চীনের থিয়ানকং স্পেস স্টেশন তার তৃতীয় শেনচৌ-২০ স্পেসওয়াক থেকে নতুন এইচডি (হাই-ডেফিনেশন) ফুটেজ প্রকাশ করেছে, যা কক্ষপথ থেকে ধারণ করা পৃথিবীর মেঘ এবং উপকূলরেখার দৃশ্য।

একজন মহাকাশচারীর স্পেসস্যুটে লাগানো একটি ক্যামেরা হ্যাচের মধ্য দিয়ে পৃথিবীর পৃষ্ঠ জুড়ে সমুদ্রের মতো মেঘমালাকে ধারণ করা হয়েছে। ওয়েনথিয়ান ল্যাব মডিউলের বাইরে একটি রোবোটিক বাহুতে স্থির আরেকটি ক্যামেরা এমন একটি দৃশ্য প্রকাশ করেছে যেখানে মহাদেশগুলি সমুদ্রের সাথে মিলিত হয়।

শেনচৌ-২০ মহাকাশচারীরা চলতি বছরের ২৫ এপ্রিল থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রবেশ করেছিলেন। ইতোমধ্যে তাদের মহাকাশ মিশনের অর্ধেক সম্পন্ন হয়েছে।