শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৬ অগাস্ট ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও টিএমজিবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


Apon media club

বাংলাদেশ ও চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদ আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠিত হয়।

এতে আপন মিডিয়া ক্লাবের পক্ষে অলিভিয়া ছু ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন- টিএমজিবি’র সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় সিএমজির বাংলা বিভাগের প্রধান ইউ কুয়াং ইউয়ে আনন্দী অনলাইনে যোগ দিয়ে বলেন, তথ্য আদান প্রদান এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপনে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগ স্থাপন এবং ভবিষ্যত উদ্ভাবনের সুযোগ সৃষ্টিতে সিএমজিকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, বর্তমানে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল সাংবাদিকতার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় যোগ হয়েছে, যে বিষয়ে চীনের কাছ থেকে বাংলাদেশ সহযোগিতা নিতে পারে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা আরও সহজতর হবে বলেও মন্তব্য করেন আগত অতিথিরা।

এছাড়া দুই সংগঠন কীভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রমের মতো নানা বিষয়ে আরও সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টিএমজিবির সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায়, জেনারেল সেক্রেটারি মুরসেলিন হক জুনায়েদ, অর্গানাইজিং সেক্রেটারি গোলাম দস্তগীর তৌহিদ।

২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-চায়না মিডিয়া ক্লাব। অন্যদিকে বাংলাদেশের কর্মরত তথ্য-প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টিএমজিবি ২০১৯ সাল থেকে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষে কাজ শুরু করেছে।