শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

অ্যাপলের নতুন আইফোন আসছে ৯ সেপ্টেম্বর


Apple

আগামী ৯ সেপ্টেম্বর আইফোনোর নতুন সিরিজ (আইফোন ১৭) উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। স্থানীয় সময় সকাল ১০টায় (প্যাসিফিক টাইম) যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে অবস্থিত অ্যাপল ক্যাম্পাসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি প্রি-রেকর্ডেড ভিডিও আকারে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রতিবছরের মতো এবারও নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচের নতুন মডেল ঘোষণার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, একাধিক নতুন ফোন বাজারে আনবে অ্যাপল। এর মধ্যে থাকবে নতুন প্রসেসর ও উন্নত স্পেসিফিকেশন সমৃদ্ধ মডেল। বিশেষ আকর্ষণ হতে পারে একটি ‘স্লিম ভার্সন’, যা তুলনামূলক কম ব্যাটারি লাইফ ও ক্যামেরা সুবিধা দিয়েও হালকা এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য নজর কাড়বে।

মঙ্গলবার অ্যাপল তাদের ৯ সেপ্টেম্বরের ইভেন্টের আমন্ত্রণপত্রে বিতরন শুরু করেছে। আমন্ত্রণপত্রে “Awe dropping” ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে যার অর্থ ‘বিস্ময়কর’। উল্লেখ্য, একসময় অ্যাপল সরাসরি মঞ্চে দাঁড়িয়ে পণ্যের বৈশিষ্ট্য প্রদর্শন করলেও ২০২০ সালের পর থেকে প্রতিষ্ঠানটি প্রি-রেকর্ডেড ভিডিওর মাধ্যমে নতুন পণ্য উন্মোচন করে আসছে।