রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শেয়ার

দ্বিপাক্ষিক ক্রীড়া সহযোগিতা বাড়াতে বাফুফে সভাপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক


BFF

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার চীনা দূতাবাসে এই বৈঠক করেন তারা।

বৈঠকে দুই পক্ষ চীন-বাংলাদেশ ফুটবল বিনিময় সম্প্রসারণ, তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ জোরদার এবং দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে মতবিনিময় করেন। এই প্রীতি ম্যাচের মাধ্যমে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি এবং চীন-বাংলাদেশ জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বর্ষ উদ্‌যাপন করা হবে।

বৈঠকে বিএফএফ সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং ফাহাদ মোহাম্মদ আহমেদ করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।