শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৮ নভেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
শেয়ার

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের


bangladesh-under-17

ছবি: বাফুফে

চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ। আজ বাহরাইনকে ২–১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে যুবারা, যা তাদের মূলপর্বে ওঠার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে পাওয়া এ জয়ের পর ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। গ্রুপসেরা থাকার লড়াই জমে উঠবে আজকের চীনের ম্যাচের পর। শ্রীলঙ্কাকে হারাতে পারলে চীনও সমান ১২ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচটি হয়ে উঠবে কার্যত ফাইনাল—যে জিতবে, সেই যাবে আগামী মে মাসে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূলপর্বে।

বাংলাদেশের জন্য স্বস্তির খবর, শ্রীলঙ্কা যদি চীনকে হারিয়ে দেয়, তবে ড্র করলেই মূলপর্ব নিশ্চিত হবে।

আজকের ম্যাচে শুরু থেকেই বাহরাইনের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোল পেতে সময় লেগেছে ৫৯ মিনিট। দারুণ নৈপুণ্যে দলকে লিড এনে দেন বায়েজিদ। এরপর ৭২ মিনিটে মানিক ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৮৫ মিনিটে বাহরাইনের জুহাইর ইব্রাহিম এক গোল পরিশোধ করেন, তবুও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। শুরুটা করেছে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে। ফিরতি ম্যাচে ব্রুনেইয়ের বিপক্ষে ৮-০ গোলের জয় পায়। আর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা।