শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার

হুয়াওয়ে আনলো ট্রাইফোল্ড স্মার্টফোনের নতুন সংস্করণ


huawei

ট্রাইফোল্ড বা তিন ভাঁজের স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। এর মাধ্যমে ঘরোয়া বাজারে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত ও আন্তর্জাতিক বাজারে শক্তভাবে ফিরতে চাইছে স্মার্টফোন নির্মাতা চীনা কোম্পানিটি।

বৃহস্পতিবার চীনের শেনচেনে এক উন্মোচন অনুষ্ঠানে নিজেদের ট্রাইফোল্ড স্মার্টফোনের দ্বিতীয় প্রজন্ম উন্মোচন করেছে হুয়াওয়ে।

‘হুয়াওয়ে মেট এক্সটিএস’ নামের এ নতুন স্মার্টফোনটির দাম আড়াই হাজার ডলার থেকে শুরু হয়েছে এবং সবচেয়ে বড় মেমোরিসহ মডেলটির দাম প্রায় তিন হাজার ডলার।

নতুন ‘মেট টিএক্সএস’ ফোনে চলবে কোম্পানিটির নিজস্ব অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘হারমনিওএস ৫.১’। নতুন ফোনটিকে কাজের জন্য উপযোগী এক ডিভাইস হিসেবে উপস্থাপন করছে হুয়াওয়ে।

এ স্মার্টফোনটিতে যেসব অ্যাপ রয়েছে যেগুলো পিসির মানের মতোই, বিশেষ করে এগুলো ট্রাইফোল্ড স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি। ব্যবহারকারীরা তাদের ফোনের বড় স্ক্রিনে বিভিন্ন উইন্ডো একের ওপর সাজাতে, আকার বদলাতে ও জায়গা বদলাতেও পারবেন।

ফোনটি চারটি রঙে পাওয়া যাবে এবং এতে থাকবে ৫৬০০ মিলিঅ্যাম্প-ঘণ্টার ব্যাটারি, যা বাজারে থাকা বর্তমান বিভিন্ন ফোনের ব্যাটারির চেয়ে বড়।