শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার

চীনে স্মার্ট ড্রাইভিং মূল্যায়নে নতুন পদ্ধতি


china car

স্মার্ট ড্রাইভিংয়ে গাড়ির দক্ষতা বৈজ্ঞানিকভাবে মূল্যায়নে একটি পূর্ণাঙ্গ কাঠামো চালু করেছে চীন। ‘স্মার্ট ড্রাইভিং পিরামিড ইভ্যালুয়েশন সিস্টেম’ নামের এ ব্যবস্থা তৈরি করেছে চায়না অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট।

নতুন কাঠামো অনুযায়ী, স্মার্ট ড্রাইভিংয়ের পরিপক্বতা তিনটি স্তরে ভাগ করা হয়েছে— সেফটি বেসলাইন, কমপ্রিহেনসিভ এক্সেলেন্স এবং টপ-টিয়ার ইন্টেলিজেন্স।

আন্তর্জাতিক মান ও নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে মৌলিক কার্যকারিতা নিশ্চিত করবে সেফটি বেসলাইন। কমপ্রিহেনসিভ এক্সেলেন্স-এ দৈনন্দিন ড্রাইভিং পরিস্থিতি সিমুলেশনের মাধ্যমে যাচাই করা হবে। ক্লোজড টেস্টিং গ্রাউন্ড ও উন্মুক্ত সড়কে এর পরীক্ষা করা হবে। টপ-টিয়ার ইন্টেলিজেন্স-এ জটিল ও চরম পরিস্থিতিতে গাড়ির সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাচাই করা হবে।

এক দশকেরও বেশি সময় ধরে ১০০টিরও বেশি মডেলের গাড়ির মূল্যায়ন-পরীক্ষায় সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এ সিস্টেম তৈরি করা হয়েছে। এটি চীনের স্মার্ট ড্রাইভিং শিল্পে একটি বড় শূন্যতা পূরণ করেছে। এতে কোম্পানিগুলো উন্নয়ন প্রক্রিয়া সহজে এগিয়ে নিতে পারবে, পাশাপাশি ভোক্তারাও গাড়ি বাছাইয়ে স্পষ্ট ধারণা পাবেন।

১৪টি শিল্প সহযোগীর যৌথ উদ্যোগে তৈরি এ সিস্টেম ইতোমধ্যেই একাধিক চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের পণ্যে প্রয়োগ করেছে। এর মাধ্যমে ১০০টিরও বেশি জনপ্রিয় মডেলের পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার গড় স্কোর গত তিন বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি বেড়েছে।
স্মার্ট ড্রাইভিং সিস্টেমের পাশাপাশি প্রতিষ্ঠানটি দুটি প্রযুক্তিগত রোডম্যাপও প্রকাশ করেছে—ইন্টেলিজেন্ট ককপিট টেস্টিং টেকনোলজি রোডম্যাপ এবং ইন্টেলিজেন্ট সেফটি টেস্টিং টেকনোলজি রোডম্যাপ। ২০২৬–২০৩০ সময়কালের জন্য তৈরি এ রোডম্যাপ বুদ্ধিমান ও একটির সঙ্গে আরেকটি সংযুক্ত হতে পারে এমন গাড়ির নিরাপত্তা পরীক্ষার জন্য মৌলিক কাঠামো দেবে।

জাতীয় ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকেল কোয়ালিটি ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং সেন্টারের উপপ্রধান প্রকৌশলী উ ছাও বলেন, ‘ছয় মাত্রার নিরাপত্তা মডেলের আমরাই সবার আগে তৈরি করেছি। এতে পরিবেশগত প্রভাব, ট্রাফিক হস্তক্ষেপ এবং মানব-মেশিন ইন্টারঅ্যাকশনের জন্য ঝুঁকির তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি ৩৪টি ড্রাইভিং দৃশ্য অন্তর্ভুক্ত করে একটি টেস্টিং কাঠামো তৈরি করা হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এ রোডম্যাপ গাড়ি শিল্পের উদ্ভাবনের গতি বাড়াবে এবং বুদ্ধিমান ও সংযুক্ত গাড়ির উন্নয়নে সহায়ক হবে। আবার ভোক্তাদের জন্যও এ সিস্টেম নিরাপত্তা মানদণ্ডে আরও স্বচ্ছতা আনবে। গাড়ি কেনার আগে তারা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন দ্রুত।