শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
শেয়ার

সবচেয়ে পাতলা আইফোনের ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী


Abidur Chowdhury

আবিদুর চৌধুরী ও আইফোন এয়ার

অ্যাপল উন্মোচন করেছে তাদের ইতিহাসের সবচেয়ে পাতলা স্মার্টফোন ‘আইফোন এয়ার’। ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের বার্ষিক সেপ্টেম্বর ইভেন্টে নতুন এই মডেলটি প্রকাশ করা হয়।

আইফোন ১৭ সিরিজে মোট চারটি মডেল বাজারে এনেছে অ্যাপল। মডেলগুলো হলো- আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। সবচেয়ে বেশি নজর কেড়েছে আইফোন এয়ার। এটি আগের মডেলগুলোর তুলনায় সবচেয়ে স্লিম বা পাতলা।

অ্যাপলের এই চমকের পেছনে আছে আরও এক চমক। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইফোন এয়ারের ইন্ড্রাস্ট্রিয়াল ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভুত আবিদুর চৌধুরী।

কে এই আবিদুর চৌধুরী
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা আবিদুর ২০১৯ সাল থেকে অ্যাপলের সান ফ্রান্সিসকো অফিসে কাজ করছেন। তিনি যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে স্নাতক। অ্যাপলে কাজ শুরুর আগে তিনি ক্যামব্রিজ কনসালট্যান্টস, কারভেন্টা এবং লেয়ার ডিজাইন-এ কাজ করেছেন।

২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আবিদুর চৌধুরী ডিজাইন নামে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেইসঙ্গে এই সময়ে তিনি বহু সংস্থা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেন।

২০১৯ সালে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে আবিদুর চৌধুরী অ্যাপলে যোগ দেন। গত ৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে তিনি কর্মরত।

আইফোন এয়ারের উন্মোচন পর্বে মঞ্চে আবিদুর চৌধুরী বলেন, “এটি সবচেয়ে পাতলা আইফোন, যার ভেতরে রয়েছে প্রো-এর শক্তি। এক ধরনের বৈপরীত্য, যা হাতে না নিলে বিশ্বাস করা যায় না।”

মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের আইফোন এয়ার-এ ব্যবহার করা হয়েছে গ্রেড ৫ টাইটানিয়াম ফ্রেম এবং উভয় পাশে সিরামিক শিল্ড। এতে রয়েছে অ্যাপলের সর্বশেষ এ১৯ প্রো চিপ, যা ডিভাইসটিকে আরও শক্তিশালী করেছে।