
বাংলাদেশ-চীন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর অতিক্রম করছে। এই উপলক্ষ্যে ঢাকাস্থ চীনের দূতাবাস শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া খাতেও নানা উদ্যোগ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় চীনের বিশ্ববিদ্যালয়ের একটি নারী ফুটবল দল বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে এসেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল চীনের ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে। এই ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকিট লাগবে না। বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল নারী দল সম্প্রতি ভুটান থেকে ফিরেছে। সেই দলের মেয়েরাই মূলত চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে।





























