শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৪ পূর্বাহ্ন
শেয়ার

আলভারেজ নৈপুণ্যে অ্যাটলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল


Atletico-Madrid

চলতি মৌসুমে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদকে লজ্জাজনক হারের স্বাদ দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় অনুষ্ঠিত মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জাভি আলোনসোর শিষ্যদের ৫-২ গোলে বিধ্বস্ত করেছে ডিয়েগো সিমিওনের দল।

ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নেয় অ্যাটলেটিকো। জোড়া গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। একটি করে গোল করেন রবিন লে নরম্যান্ড, আলেক্সান্ডার সরলথ এবং বদলি হিসেবে নামা আন্তোনি গ্রিজম্যান। রিয়ালের হয়ে দুটি গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে ও তরুণ তারকা আর্দা গুলার।

ম্যাচের শুরুতেই ১৪ মিনিটে নরমান্ডের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে ২৫ মিনিটে এমবাপ্পে গোল করে সমতায় ফেরান রিয়াল। ৩৬ মিনিটে গুলারের গোলে লিড নেয় সফরকারীরা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সরলথ গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতিতে দুদল ছিল ২-২ সমতায়।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় অ্যাটলেটিকো। পেনাল্টি ও ফ্রি-কিক থেকে জোড়া গোল করেন আলভারেজ। আর যোগ করা সময়ে গ্রিজম্যানের গোল রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

তবুও বড় হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।