শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১ অক্টোবর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শেয়ার

মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে ‘সেলফি’ পাঠাল চীনের মহাকাশযান


china air ship

মহাকাশ অভিযানে নতুন মাইলফলক যোগ করলো চীন। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ প্রকাশ করেছে থিয়েনওয়েন-২ প্রোবের তোলা এক অনন্য ছবি, যেখানে লাল পতাকার পাশে ঝলমল করছে নীলাভ পৃথিবী।

মনুষ্যবিহীন এই মহাকাশযানের রোবোটিক বাহুতে সংযুক্ত ক্যামেরায় ধারণ করা ছবিতে স্পষ্ট দেখা যায়—চীনের পাঁচ তারকাখচিত পতাকা, সাদা রঙের রিটার্ন ক্যাপসুল এবং বহুদূরে ভেসে থাকা পৃথিবী।

সিএনএসএ জানিয়েছে, থিয়েনওয়েন-২ বর্তমানে পৃথিবী থেকে প্রায় ৪ কোটি ৩০ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর পরবর্তী লক্ষ্য গ্রহাণু ২০১৬ এইচও৩, যা আরও প্রায় সাড়ে চার কোটি কিলোমিটার দূরে অবস্থিত।

এখন পর্যন্ত প্রোবটি সফলভাবে একাধিক কক্ষপথ পরীক্ষা সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে নমুনা সংগ্রহের সরঞ্জাম মোতায়েন, বৈজ্ঞানিক যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই এবং মহাশূন্য থেকে তথ্য সংগ্রহ। সংস্থাটি জানিয়েছে, সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং যন্ত্রগুলো ইতোমধ্যেই মহাশূন্য পরিবেশের গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো শুরু করেছে।

গত ২৯ মে উৎক্ষেপিত থিয়েনওয়েন-২ চীনের প্রথম গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ মিশন। এই দীর্ঘমেয়াদি অভিযানের মূল লক্ষ্য হলো—গ্রহাণু ২০১৬ এইচও৩ থেকে নমুনা সংগ্রহ এবং পরবর্তী সময়ে ধূমকেতু ৩১১পি নিয়ে গবেষণা চালানো।