শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ অক্টোবর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশ-হংকং ম্যাচ দেখা যাবে বঙ্গ তে


Bongo BFF

বাফুফে’র সঙ্গে এ সংক্রান্ত পার্টনারশিপ চুক্তি করে বঙ্গ

এএফসি এশিয়ান বাছাইপর্বের বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ম্যাচটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ তে। পাশাপাশি ১৮ নভেম্বরের বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটিও দেখাবে বঙ্গ।

বুধবার (৮ অক্টোবর) এক আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এ সংক্রান্ত পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে বঙ্গ।

বঙ্গের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং ইন্টারস্পীডের ব্যবস্থাপনা পরিচালক আদনান কারিম পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, প্রতিযোগিতা কমিটির সদস্য তাজওয়ার আওয়ালসহ অন্যান্য অতিথিরা।

চুক্তি অনুসারে, দেশজুড়ে ফুটবলপ্রেমীরা বঙ্গ প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন এএফসি এশিয়ান বাছাইপর্বের বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ।