টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ খেলতে নেমে খুব বেশি সুবিধে করতে পারেনি বাংলাদেশ। শুরুটা ছিল হতাশাজনক, তবে মিডল অর্ডারে মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় লড়াইয়ে প্রাণ ফেরান ইনিংসে। দুজনেই অর্ধশতক হাঁকালেও তাদের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
বুধবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ক্যাচ তুলে ১০ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর শান্তও ফিরেন ৫ বলে মাত্র ২ রান করে।
অভিষেক ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাইফ। তবে খারোটের বলে লং–অফে ক্যাচ তুলে ৩৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলকে সামলান মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। দুজন মিলে গড়েন শতরানের জুটি। হৃদয় ৭৫ বলে ফিফটি পূর্ণ করেন, আর মিরাজের লাগে ৭৪ বল।
তবে রান আউটে ভাঙে তাদের ১০১ রানের জুটি। ৮৫ বলে ৫৬ রান করে ফেরেন হৃদয়। অল্প সময় পরই ৮৭ বলে ৬০ রান করা মিরাজকে এলবিডব্লিউ করেন রশিদ খান। এরপর একে একে জাকের আলি (১০), নুরুল হাসান সোহান (৭), তানজিম হাসান সাকিব (১৭) এবং তানভির ইসলাম (১১) ফিরে গেলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তানের হয়ে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই নেন ৩টি করে উইকেট, গানজাফর পান ২টি এবং খারোটে শিকার করেন ১টি উইকেট।




























