রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৬ অক্টোবর ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন
শেয়ার

অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে সেমির আশা শেষ বাংলাদেশের


healy-australia

সেঞ্চুরি করেছেন হিলি। খেলেন ১১৩ রানের ঝড়ো ইনিংস।

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে রেকর্ড ১৯৯ রানের লক্ষ্য দিয়েও হার এড়াতে পারল না বাংলাদেশ। বরং ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর মাধ্যমে প্রায় শেষ হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৩৬ রান। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্তনমে সেই রেকর্ড ভেঙে ১৯৮ রান তুলেও লাভ হয়নি। সোবহানা মোস্তারির দুর্দান্ত ৬৬ রানের অপরাজিত ইনিংসেও দলের জয় ধরা দেয়নি।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং প্রদর্শন করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ড। তারা গড়েছেন নারী বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২০২ রানের অপরাজিত জুটি— যা শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো উইকেট জুটিতেই রেকর্ড।

হিলি খেলেন ১১৩ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ২০টি চার। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪৬.৭৫। অন্যপ্রান্তে লিচফিল্ড অপরাজিত থাকেন ৮৪ রানে (১২ চার, ১ ছক্কা)। ১৫১ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া এবং প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারির ৬৬ রানের অনবদ্য ইনিংস এবং ওপেনার ঝিলিকের ৪৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১৯৮ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অজি ওপেনারদের দাপটের সামনে সেই লড়াই শেষ পর্যন্ত ম্লান হয়ে যায়।

৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের ৬ নম্বরে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচে জয় পেলেও সেমিতে ওঠা এখন শুধু ‘যদি-কিন্তু’র হিসাবেই সীমিত।